অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

প্রাথমিক শিক্ষকদের আন্তঃবিভাগ বদলি আবেদন শুরু ২৬ মার্চ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:৩২ পিএম, ২৪ মার্চ ২০২৩ শুক্রবার  

অনলাইনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আন্তঃবিভাগ বদলির আবেদন গ্রহণ করা হবে আগামী ২৬ মার্চ থেকে। এ কার্যক্রম চলবে ২৮ মার্চ পর্যন্ত।

একই সঙ্গে আগামী ৩১ মার্চের মধ্যে বদলির কার্যক্রম শেষ করতে মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের বলেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

প্রাথমিকে সহকারী ও প্রধান শিক্ষকদের একই বিভাগের মধ্যে আন্তঃবিভাগ বদলির আবেদন গ্রহণ করা হবে। আন্তঃবিভাগ বদলিতে শিক্ষকরা সর্বোচ্চ তিনটি করে স্কুল পছন্দের সুযোগ পাবেন।

বৃহস্পতিবার (২৩ মার্চ) এসব তথ্য জানিয়ে আদেশ জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

অনলাইনে নির্ধারিত সার্ভারে (http://ttms.dpe.gov.bd/login) লগইন করে শিক্ষকরা আন্তঃবিভাগ বদলির আবেদন করতে পারবেন। তবে সিটি করপোরেশনে বদলির আবেদন করা যাবে না।

অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন সুলতানা স্বাক্ষরিত আদেশে বলা হয়, ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত শিক্ষকরা অনলাইনে আন্তঃবিভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে বদলি হতে আবেদন করতে পারবেন। ২৯ মার্চ উপজেলা শিক্ষা অফিসাররা প্রয়োজনীয় কার্যক্রম শেষ করবেন। ৩০ মার্চ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের শিক্ষকদের বদলি-সংক্রান্ত কাজ করতে হবে। আর ৩১ মার্চের মধ্যে বদলির সব কার্যক্রম শেষ করবেন মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তারা।