অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সকালে কমে বিকেলে আবার বাড়লো সোনার দাম

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:৪১ এএম, ২৪ মার্চ ২০২৩ শুক্রবার  

দাম কমার একদিনের মধ্যেই দেশের বাজারে ফের বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। স্থানীয় বাজারে তেজাবী (পাকা) সোনার দাম বাড়ার পরিপ্রেক্ষিতে নতুন করে দাম বাড়ানো হলো।

সবচেয়ে ভালো মানের সোনার দাম (২২ ক্যারেট) ভরিতে ১ হাজার ১৬৭ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৯৭ হাজার ৬২৮ টাকা। শুক্রবার (২৪ মার্চ) থেকে স্বর্ণের দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

এর আগে, গতকাল বুধবার ভরিতে ১ হাজার ১৬৭ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয় ৯৬ হাজার ৪৬১ টাকা। এই দাম বৃহস্পতিবার কার্যকর ছিল।