অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

এবার সাত হাজার রানের ক্লাবে মুশফিক 

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৬:৩১ পিএম, ২০ মার্চ ২০২৩ সোমবার  

ওয়ান ডে ক্যারিয়ারে নিজের অন্যতম সেরা ম্যাচে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। সোমবার (২০ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট করতে নেমে তৃতীয় বাংলাদেশি হিসেবে এই মাইলফলক স্পর্শ করেন মুশফিক।

৫৫ রান দূরে থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট করতে নামেন মুশফিক। ব্যাট করতে নেমে মারমুখী ব্যাটিংয়ে ৩৩ বলে অর্ধশতক পূরণ করেন মুশফিক। এরপর চার মেরে সাত রানের মাইলফলকে পৌঁছে যান মুশফিক। শেষ পর্যন্ত ম্যাচে ৬০ বলে অপরাজিত ১০০ রা করেন মুশফিক।

২০০৬ সালের আগস্টে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয় মুশফিকের। ২৪৩ ম্যাচ খেলে এই কীর্তি গড়লেন মুশফিক। মুশফিকের আগে বাংলাদেশের হয়ে সাত হাজার রান করেছেন এই ফরম্যাটের অধিনায়ক তামিম ইকবাল ও অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশের জার্সি গায়ে সবার আগে ওয়ানডেতে সাত হাজার রান করেন তামিম।