অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মুশফিকের দ্রুততম সেঞ্চুরিতে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৬:১৫ পিএম, ২০ মার্চ ২০২৩ সোমবার   আপডেট: ০৬:২১ পিএম, ২০ মার্চ ২০২৩ সোমবার

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে রানের পাহাড় গড়েছে বাংলাদেশ। মুশফিকুর রহিমের ঝোড়ো শতকের পাশাপাশি লিটন-শান্তর দুর্দান্ত ব্যাটিংয়ে নির্ধারিত ৫০ ওভার শেষে বাংলাদেশ ৬ উইকেট হারিয়ে ৩৪৯ রান করে। ওয়ানডে ক্রিকেট ইতিহাসে এটিই বাংলাদেশের দলীয় সর্বোচ্চ রান। টাইগারদের পক্ষে মুশফিক ৬০ বলে ১০০ রান করেন। এছাড়া লিটন ও শান্ত করেন যথাক্রমে ৭০ ও ৭৩ রান।

সিরিজের দ্বিতীয় ওয়ানডে অবিশ্বাস্য শতক হাঁকানোর মধ্য দিয়ে বাংলাদেশের পক্ষে দ্রুততম ওয়ানডে শতকের মালিকও হলেন মুশফিক। ৬০ বলে ইনিংসে ১৪টি চার ও দুইটি ছক্কা হাঁকান অভিজ্ঞ এই ব্যাটার। এর আগে, তৃতীয় বাংলাদেশি হিসেবে ওয়ানডে ক্যারিয়ারে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।

মুশফিকের রেকর্ডের দিনে রেকর্ড গড়েছেন তামিম ইকবালও। সোমবার (২০ মার্চ) আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম বাংলাদেশি হিসেবে তামিম ছুঁয়েছেন ১৫ হাজার আন্তর্জাতিক রানের মাইলফলক। বাংলাদেশের আর কোনো ব্যাটার তামিমের ধারেকাছেও নেই। ১৩ হাজারের ওপর রান আছে কেবল দুজনের-সাকিব ও মুশফিকের।