অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সাবস্ক্রিপশন ফি চালু হলো ফেসবুক-ইনস্টাগ্রামে

সাই-টেক ডেস্ক

প্রকাশিত: ০৬:১৫ পিএম, ১৮ মার্চ ২০২৩ শনিবার  

যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য ফেসবুক ও ইনস্টাগ্রাম সাবক্রিপশন সার্ভিস চালু করেছে। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম দুটির মূল প্রতিষ্ঠান মেটা এ ঘোষণা দেয়। এতে বলা হয় এখন থেকে ফেসবুক ও ইনস্টাগ্রামে ব্যবহারকারীদের ভেরিফিকেশনের জন্য মাসিক ফি প্রদান করতে হবে।

ব্যবহারকারীদের আবেদনের পরিপ্রেক্ষিতে মেটা আইডিগুলো পরীক্ষা-নিরীক্ষা করে ব্লু বেজ প্রদান করবে। এ জন্য মাসিক ১১.৯৯ ডলার খরচ করতে হবে। তবে যারা অ্যাপলের আইওএস ও গুগলের অ্যান্ড্রয়েড ভার্সনে ফেসবুক ব্যবহার করবেন তাদের মাসিক ১৪.৯৯ ডলার খরচ করতে হবে।

মেটা অবশ্য ফেব্রুয়ারিতেই এমন সেবা আনার ঘোষণা দেয়। এরপর স্ন্যাপচ্যাট ও টেলিগ্রামের পাশাপাশি পরীক্ষামূলক সেবাটি সচল করে।

মূলত বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থা থেকে দূরে থাকতে ও আয় বাড়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো এ পন্থা অবলম্ব করছে। এর আগে ইলন মাস্কের মালিকানাধীন টুইটারেও সাবস্ক্রিপশন ফি চালু করে।

এর আগে মেটা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ব্যবহারকারীদের জন্য এই সেবা চালু করে। এরপর তৃতীয় দেশ হিসেবে শুক্রবার যুক্তরাষ্ট্রে ভেরিফিকেশন সাবস্ক্রিপশন ফি চালু করে মেটা।

সাবক্রিপশনকারীরা একটি ভেরিফিকেশন ব্যাজ পাবেন। সঙ্গে সরকার প্রদত্ত একটিও আইডিও থাকবে। মেটা এসব অ্যাকাউন্টে প্রটেকশন সংক্রান্ত ইস্যু আগের চেয়ে আরও বাড়বে।