অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

নাম বদলানোর হিড়িক ডিজনি ব্র্যান্ডে

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৬:৩৭ পিএম, ১২ আগস্ট ২০২০ বুধবার   আপডেট: ০৬:৪৫ পিএম, ১২ আগস্ট ২০২০ বুধবার

নিজেদের খোলনলচে বদলে ফেলছে বিনোদন ইন্ডাস্ট্রির অন্যতম পথিকৃৎ ওয়াল্ট ডিজনি। ইতোমধ্যে এটি নিজেদের ফিল্ম কোম্পানি  ‘টোয়েন্টিথ সেঞ্চুরি ফক্স’ এর নাম পাল্টিয়ে রেখেছে ‘টোয়েন্টিথ সেঞ্চুরি স্টুডিওস’।

গত বছর ডিজনি মিডিয়া মোগল হিসেবে পরিচিত রুপার্ট মারডক এর ‘ফক্স মিডিয়া অ্যাসেসটস’ কিনে নেয় ৭১.৩ বিলিয়ন ডলারে। এছাড়া ব্র্যান্ডটি নিজেদের ‘এবিসি সু্টডিওস’ ও ‘এবিসি সিগনেচার সু্টডিওস’ এর নাম পাল্টে রাখে ‘এবিসি সিগনেচার’। আর ‘ফক্স ২১ টেলিভিশন স্টুডিওস’ হবে  ‘টাচস্টোন টেলিভিশন’।

ডিজনি টেলিভিশন স্টুডিওস এর প্রেসিডেন্ট ক্রেইগ হানেজেস বলেন, ওয়াল্ট ডিজনি কোম্পানির সমৃদ্ধ ও ঐতিহাসিক প্রেক্ষাপট মনে করিয়ে দিচ্ছে, এবিসি সিগনেচার, টাচস্টোন টেলিভিশন। 

তবে প্রসিদ্ধ টেলিভিশন ও ফিল্ম ব্র্যান্ডগুলো কোম্পানির বিখ্যাত ফেনফেয়ার থিম টিউন ও সার্চলাইট লোগো বহাল রাখছে।