অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বঙ্গবন্ধু পরিষদ মেলবোর্নের নতুন কার্যকরী পরিষদ

পরবাস ডেস্ক

প্রকাশিত: ০৪:৫২ পিএম, ৩০ নভেম্বর ২০২০ সোমবার  

৮ম বার্ষিক সাধারণ সভার মাধ‍্যমে বঙ্গবন্ধু পরিষদ মেলবোর্নের কার্যকরী পরিষদ ঘোষণা করা হয়েছে। যাতে সভাপতি পদে পুনর্নিবাচিত হয়েছেন গোলাম সারোয়ার। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শুভজিৎ রায়। 

জুম প্রযুক্তির মাধ‍্যমে গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত হয় সংগঠনটির ৮ম সম্মেলন। যাতে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু পরিষদ মেলবোর্নের বর্তমান সভাপতি গোলাম সারোয়ার। সম্মেলন অধিবেশন পরিচালনা করেন বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক ওবায়েদ রহমান।

অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক নাদেল আহমেদ, বরগুনা-১ আসনের সংসদ সদস‍্য ধীরেন্দ্র নাথ শম্ভু, বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন বাংলাদেশ থেকে যুক্ত হন। সম্মেলনের অতিথিরা এ পরিষদের সদস‍্য দেশে ও প্রবাসে বঙ্গবন্ধুর আদর্শের সবাইকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রেরণা ও নির্দেশনা দেন। নতুন প্রজন্মের মাঝে কীভাবে বঙ্গবন্ধুর আদর্শকে ছড়িয়ে দেয়া যায় সেজন‍্য কাজ করার বিষয়ে গুরুত্ব দেন।  

অনুষ্ঠানের শুরুতে সাবেক কমিটির সাধারণ সম্পাদক ওবায়েদ রহমান বঙ্গবন্ধু পরিষদ মেলবোর্ন শাখার লক্ষ‍্য, উদ্দেশ‍্য ও বিগত বছরের কার্যক্রম তুলে ধরেন। 

নব গঠিত কমিটির অন‍্য সদস‍্যরা হলেন:

সহ-সভাপতি: ওবায়েদ রহমান, ইঞ্জিনিয়ার নরোত্তম দাস, প্রকাশ কুমার কুন্ডু, খায়রুল আলম, কাইয়ুম মোল্লা
কোষাধ‍্যক্ষ: জয় কুমার রায়
যুগ্মসচিব: জুবায়দুল জেকব  
সাংগঠনিক সম্পাদক: শামিউল পারভেজ লিপু
সাংস্কৃতিক সম্পাদক: মো: ওয়াহিদুজ্জামান আকন
গণসংযোগ সম্পাদক: মো: ওমর ফারুক
আর্ন্তজাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক: আরিফুর রহমান
প্রচার ও মিডিয়া সম্পাদক: প্রদীপ রায়
ইভেন্ট ম‍্যানেজম‍েন্ট সম্পাদক: আশিক
মহিলা বিষয়ক সম্পাদক: কামরুন্নাহার
মহিলা বিষয়ক যুগ্ম সম্পাদক: তানহা চৌধুরী
অফিস সেক্রেটারি: হাম্মদ কামাল
গবেষণা/প্রকাশনা সম্পাদক: ইঞ্জিনিয়ার মেহেদী হাসান
মাল্টিকালচারাল বিষয়ক সম্পাদক: ঝুমু বিশ্বাস

কার্যকরি সদস‍্য: দশরথ বিশ্বাস, ইকবাল, আফরোজা আক্তার রোসি, ইমন, রাজীব, নাসিমা আখতারি, মিসেস শর্মিলা সারোয়ার, বদিউর রহমান
উপদেষ্টা: ড: ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, ড: তুহিন তরিকুল ইসলাম খান, অধ‍্যাপক শামস রহমান, অধ‍্যাপক ফিরোজ আলম, মিসেস ফেরদৌস আরা পারভিন, ড: জাহাঙ্গীর আলম, আবু আফজাল চৌধুরী, মাজহার চৌধুরী,  তুহিন দে প্রদ‍্যুৎ, আনিসুল হক হাবীব, ড: মুজিবুর রহমান ভুঁইয়া, নীলিমা আকতার এবং ইঞ্জিনিয়ার তপাহ।