অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বাহরাইনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

বাহরাইন প্রতিনিধি

প্রকাশিত: ১০:৫০ এএম, ২২ ফেব্রুয়ারি ২০২৩ বুধবার  

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টায় দূতাবাস প্রাঙ্গণে বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ নজরুল ইসলাম জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচি শুরু করেন। এ সময় দূতাবাসের কর্মকর্তা, কর্মচারী ও বাংলাদেশ কমিউনিটির নেতারা উপস্থিত ছিলেন।  

দূতাবাসের হলরুমে রাষ্ট্রদূত ড. নজরুল ইসলামের সভাপতিত্বে ও দূতালয় প্রধান একে এম মহিউদ্দিন কায়েসের সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ, উন্মুক্ত আলোচনা এবং একটি প্রামাণ্যচিত্র প্রর্দশন করা হয়। অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

রাষ্ট্রদূত ড. মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘ভাষা আন্দোলনের মহিমা ও তাৎপর্য আজ শুধু আমাদের দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়। দেশের গণ্ডি পেরিয়ে তা আজ আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতি লাভ করেছে। মাতৃভাষা বাংলার অধিকার আদায়ে জীবন উৎসর্গকারী সকল শহীদদের এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবদানকে শ্রদ্ধাচিত্তে স্মরণ করেন।’