অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সেপ্টেম্বরে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১০:২৭ পিএম, ২ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার  

চলতি বছরের ৯ থেকে ১০ সেপ্টেম্বর ভারত সফর করতে পারেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মূলত জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে এই সফর হতে পারে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রথম সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র সেহেলী সাবরীন।

মুখপাত্র জানান, ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় জি-২০ এর শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্মেলনে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রীর।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, চলতি ফেব্রুয়ারিতে ঢাকা সফরে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা। প্রধানমন্ত্রীর নয়াদিল্লি সফর নিয়ে আলাপ করার পাশাপাশি বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন কোয়াত্রা। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে তার সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।