অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মূর্তি আর ভাস্কর্য এক নয়, ধৈর্য্য ধরার আহ্বান ধর্ম প্রতিমন্ত্রীর

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০২:৪৮ পিএম, ২৯ নভেম্বর ২০২০ রোববার   আপডেট: ০১:৪৭ পিএম, ৩০ নভেম্বর ২০২০ সোমবার

‘বিশ্বের সব দেশেই ভাস্কর্য আছে, মূর্তি আর ভাস্কর্য এক নয়, সবাইকে ধৈর্য্য ধরতে হবে। আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব।’
ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।
 

সচিবালয়ে আজ প্রথম অফিস করে সংবাদ সম্মেলনে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এ কথা বলেন। সেখানে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচয়পর্ব শেষে সংবাদ সম্মেলনে আসেন তিনি।

মূর্তি আর ভাস্কর্যের ইস্যুটির বিষয়ে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, 

'আজকে পাকিস্তান যান, ভারতে যান। বিশ্বের যেকোনো রাষ্ট্রে যান না কেন- সব জায়গাতে ভাস্কর্য আছে। ইসলামিক কান্ট্রিগুলোর কথা, আমি মিসরে গিয়েছি আমি সেখানে দেখেছি, সৌদি আরবে যান সেখানেও আছে। চিন্তা করতে হবে, মূর্তি ও ভাস্কর্য এক নয়। এই জিনিসটা যখন আপনারা আমরা বুঝাতে সক্ষম হব, তখন সবকিছুতে একটা সমাধান পেয়ে যাব বলে আমার বিশ্বাস।’

পাশাপাশি মন্ত্রণালয় নিয়ে নিজস্ব চিন্তাভাবনাও তুলে ধরেন। 

‘আগামীতে ধর্ম মন্ত্রণালয়ের কার্যক্রমকে আরো গতিশীল করা হবে। ধর্ম নিরপেক্ষতার চেতনা ধারণ করে সব ধর্মাবলম্বীর সমঅধিকার নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে।’ 

ধর্ম প্রতিমন্ত্রী মনে করেন, দেশে কিছু সমস্যা সৃষ্টিকারী মানুষ রয়েছে। কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে সরকার সবসময়ই আন্তরিক। তাই আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আশাবাদ ব্যক্ত করেন ধর্ম প্রতিমন্ত্রী।