অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

খালেদার গ্যাটকো মামলায় চার্জশুনানির নতুন তারিখ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০১:০৪ পিএম, ২৯ জানুয়ারি ২০২৩ রোববার  

ফাইল ছবি

ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ অন্যানয় আসামিদের বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলার শুনানির তারিখ পিছিয়েছে। আগামী ১৪ মার্চ পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত।

রোববার (২৯ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত- ৩ এর বিচারক আলী হোসাইনের আদালতে মামলাটি চার্জশুনানির জন্য ধার্য ছিল। কিন্তু এদিন খালেদা জিয়া অসুস্থ হয়ে থাকায় সময় আবেদন করেন তার পক্ষের আইনজীবীরা। আদালত সময় আবেদন মঞ্জুর করে চার্জশুনানির এ তারিখ ঠিক করেন।

জানা যায়, ২০০৭ সালের ২ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ ১৩ জনের বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলাটি দায়ের করেন দুদকের উপপরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী।

২০০৮ সালের ১৩ মে তদন্ত শেষে দুদকের উপপরিচালক জহিরুল হুদা খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। এখন এ মামলায় আসামির সংখ্যা ১৭ জন। সাত আসামি মারা গেছেন।