অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

করোনায় আরও ১২ আক্রান্ত

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৮:৫৫ পিএম, ২৭ জানুয়ারি ২০২৩ শুক্রবার  

দেশে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪০৮ জনের নমুনা পরীক্ষায় ১২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ২ হাজার ৭২ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছিল ১৬ জনের। সংক্রমণ বেড়েছে দশমিক ০৮ শতাংশ। বৃহস্পতিবার শনাক্তের হার ছিল দশমিক ৭৭ শতাংশ। আজ বেড়ে হয়েছে দশমিক ৮৫ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এসব তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৫২ লাখ ৩৮ হাজার ৮৩৯ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৫০৬ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৩৭ শতাংশ।

করোনা আক্রান্ত হয়ে আজ কেউ মারা যায়নি। এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৪১ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।  

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ২১৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৯২ হাজার ৯ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৭৭ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ৭৬ শতাংশ।