অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

জি কে শামীমসহ ৮ জনের বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৩:০৮ পিএম, ২৬ জানুয়ারি ২০২৩ বৃহস্পতিবার  

গুলশান থানার মানি লন্ডারিং আইনের মামলায় এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমসহ ৮ জনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত -১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মাহবুবুল হাসান যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন। তবে এদিন তা শেষ না হওয়ায় আগামী ২৭ ফেব্রুয়ারি যুক্তিতর্ক উপস্থাপনের পরবর্তী তারিখ ধার্য করেন আদালত।

মামলার অপর আসামি হলেন, মো. দেলোয়ার হোসেন, মো. মোরাদ হোসেন, মো. জাহিদুল ইসলাম, মো. শহীদুল ইসলাম, মো. কামাল হোসেন, মো. সামসাদ হোসেন ও মো. আনিছুল ইসলাম।

২০১৯ সালের ২০ সেপ্টেম্বর দুপুরে নিকেতনের নিজ বাসা থেকে শামীমকে আটক করা হয়। এ সময় জিকে শামীমের কাছ থেকে প্রায় ২০০ কোটি টাকার এফডিআর চেকসহ বিপুল পরিমাণ দেশি-বিদেশি টাকা জব্দ করা হয়। এ সময় তার কাছ থেকে একটি অস্ত্রও পাওয়া যায়। এ ঘটনার পর র্যাব-১ এর নায়েব সুবেদার মিজানুর রহমান ২১ সেপ্টেম্বর গুলশান থানায় মামলাটি দায়ের করেন।