অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

করোনায় আক্রান্ত আরও ১৩

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৫:৩৯ পিএম, ২৪ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার  

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণের হার এক শতাংশের নিচে থাকলেও ভাইরাসটির সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৩ জনের দেহে প্রাণঘাতী এই ভাইরাস শনাক্ত হয়েছে। তবে এই সময়ে নতুন করে কারও মৃত্যু হয়নি। এছাড়া পরীক্ষা বিবেচনায় এ দিন শনাক্তের হার দাঁড়িয়েছে দশমিক ৪৯ শতাংশে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের ৮৮৪টি করোনা পরীক্ষাগারে মোট দুই হাজার ৬৬২টি নমুনা সংগ্রহ করা হয়। এরমধ্যে মোট দুই হাজার ৬৫৭টি নমুনা পরীক্ষা করা হয়। এসব পরীক্ষায় ১৩ জনের করোনা শনাক্ত হয়। তাদের নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৪৬৯ জনে।

নমুনা পরীক্ষার তুলনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার দাঁড়িয়েছে শতকরা দশমিক ৪৯ ভাগ। এ নিয়ে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৩৭ ভাগ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭৪ ভাগ। এছাড়া শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৪ ভাগ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯৮ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ লাখ ৯১ হাজার ৩৬৮ জনে।

২০১৯ এর ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস সময়ের ব্যবধানে পৃথিবীজুড়ে মহামারিতে রূপ নেয়। বাংলাদেশে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ওই বছরের ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এরমধ্যে গত বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।