অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বাসচাপায় শিক্ষার্থী নিহত: বাসটির চালক-হেলপার রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ২৩ জানুয়ারি ২০২৩ সোমবার  

ভাটারায় যাত্রাবাহী বাসচাপায় বেসকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নাদিয়া নিহত হওয়ার ঘটনায় গ্রেফতার ঘাতক বাসের চালক ও তার সহকারীর দুই দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।  

সোমবার (২৩ জানুয়ারি) মামলাটির তদন্ত কর্মকর্তা ভাটারা থানার সাব-ইন্সপেক্টর মোহাম্মদ আল ইমরান রাজন আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দ মোস্তফা রেজা নূরের আদালত এই আদেশ দেন।

রিমান্ড যাওয়া আসামিরা হলেন, চালক লিটন (৩৮) ও সহকারী মো. আবুল খায়ের।

সোমবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে বাড্ডার আনন্দনগর থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। জব্দ করা হয়েছে ওই বাসটিও।

জানা যায়,  গত ২২ জানুয়ারি দুপুরে প্রগতি সরণিতে ভিক্টর পরিবহনের একটি বাসের চাপায় নিহত হন নাদিয়া। মাত্র দু’সপ্তাহ আগে একটি বেসরকারি বিশ্ববিদ‌্যালয়ে ভর্তি হয়েছিলেন তিনি। ওই ঘটনায় নাদিয়ার মৃত্যুর পর ভাটারা থানায় নিরাপদ সড়ক আইনে মামলা করা হয়।