অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

নাশকতার মামলায় আত্মসমর্পণ করছেন ইশরাক

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০২:১৭ পিএম, ২২ জানুয়ারি ২০২৩ রোববার  

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে গাড়ি পোড়ানোর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির দেড় মাস পর আত্মসমর্পণ করছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।

রোববার (২২ জানুয়ারি) ইশরাকের আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ এ তথ্য জানান। তিনি বলেন, ইশরাক আত্মসমর্পণ করে জামিন চাইবেন। আশা করছি, আদালত তার জামিন মঞ্জুর করবেন।

জানা যায়, ঢাকা-১৮ আসনের নির্বাচন বানচাল করার লক্ষ্যে ২০২০ সালের ২৪ জুন আসামিরা একত্রিত হয়ে বাংলাদেশ ব্যাংকের বিপরীত পাশে অগ্রণী ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের পুড়িয়ে মারার উদ্দেশ্যে গাড়িতে আগুন ধরিয়ে দেন। এতে গাড়িতে থাকা যাত্রীরা অল্পের জন্য প্রাণে বেঁচে যান।
এ ঘটনায় ইশরাকসহ ৪২ জনের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা করেন পুলিশের তৎকালীন উপ-পরিদর্শক আতাউর রহমান ভুইয়া।

গত বছরের ৫ ডিসেম্বর এ মামলায় ইশরাকের সময়ের আবেদন নামঞ্জুর করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।