অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ভেঙে গেলো অভিনেত্রী শববনম ফারিয়ার সংসার

আরও একটি বিচ্ছেদ

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৭:১৮ পিএম, ২৮ নভেম্বর ২০২০ শনিবার   আপডেট: ০৭:৩৯ পিএম, ২৮ নভেম্বর ২০২০ শনিবার

ভেঙে গেলো অভিনেত্রী শবনম ফরিয়ার সংসার। স্বামী হারুণ অর রশীদ অপুর সঙ্গে শুক্রবার তার বিবাহ বিচ্ছেদের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। শনিবার শবনম ফরিয়া নিজেই খবরটি জানিয়েছেন ফেসবুক পোস্টের মাধ্যমে। তিনি লিখেছেন- 'আড়াই বছরের বৈবাহিক জীবনের অবসান ঘটিয়ে আবারও ৫ বছরের পুরানো বন্ধুত্বে ফিরে গিয়েছি'।

নির্ভরযোগ্য সূত্র জানায়, স্বেচ্ছায় বিচ্ছেদপত্রে সই করেন দুজন। 

বর হারুনুর রশীদ অপুর সাথে ২০১৫ সালে পরিচয়ের পর বন্ধুত্ব হয়, তারপর প্রেম ও পরে বিয়ে। ২০১৮'র ডিসেম্বরে বিয়ে হয় তাদের।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা পৌনে ছয়টার দিকে শবনম ফরিয়া ফেসবুকে এ সংক্রান্ত একটি পোস্ট দেন। পোস্টের নিচে তাদের দুজনের নাম লিখেছেন তিনি।

ফেসবুকে ফারিয়ার স্ট্যাটাসটি এরকম-

মানুষের জীবন নদীর মতো। কখনও জোয়ার, কখনও ভাটা। কখনও বৃষ্টিতে পানি বেড়ে যায়, শীতকালে পানি শুকিয়ে যায়। আমাদের জীবনেও এমনটা হয়!

আমাদের জীবনে কিছু মানুষ আসে; কেউ কেউ স্থায়ী হয়, কেউ কেউ কিছু কারণে স্থায়িত্ব ধরে রাখতে পারে না! 

আমার মা সব সময় একটা কথা বলে, আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না, আমরা শুধু চেষ্টা করতে পারি!
ঠিক সেভাবেই আমি আর অপু অনেকদিন ধরেই চেষ্টা করেছি একসাথে থাকতে!

কিন্তু বিষয়টা একটা পর্যায়ে খুব কঠিন হয়ে যায়! ‌'মানুষ কি বলবে' ভেবে নিজেদের উপর একটু বেশিই টর্চার করে ফেলছিলাম আমরা!

‌‌‘জীবনটা অনেক ছোট, এতো কষ্ট নিয়ে বেঁচে থাকার কি দরকার’? এইটা ভেবে আমরা এ বছরের শুরু থেকেই সিদ্ধান্তে আসি আমরা আর একসাথে থেকে কষ্টে থাকতে চাই না।

তাও বছর খানেক সময় নিয়েছি পরস্পরকে বুঝতে। ফাইনালি ‘আল্লাহ যা করেন ভালোর জন্যেই করেন’ ভেবে আমরা আমাদের প্রায় আড়াই বছরের বৈবাহিক জীবনের অবসান ঘটিয়ে আবারও ৫ বছরের পুরানো বন্ধুত্বে ফিরে গিয়েছি।

বিবাহে বিচ্ছেদ হয়, কিন্তু ভালবাসার বিচ্ছেদ নেই। বন্ধুত্বের বিচ্ছেদ নেই।

যতদিন বেঁচে আছি আমাদের ভালবাসা ও বন্ধুত্ব থাকবে। শুধুমাত্র বৈবাহিক বন্ধন থেকে আমাদের সম্পর্কের ইতি টেনে নিলাম। এ ঘটনা আমাদের জীবনের গতি হয়তো রোধ করবে, ছন্দপতন করবে কিন্তু জীবন তো থেমে থাকবে না! 

অপুর জন্যে আমার অনেক অনেক দোয়া, ভালবাসা আর শুভকামনা। আমরা যে সুখের জন্যে আলাদা হলাম আমরা যেন সে সুখ খুঁজে পাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন। 

দয়া করে ‘মিডিয়ার বিয়ে টেকে না’ ধরণের কথা বলে আমাদের জন্যে আমাদের সহকর্মীদের ছোট করবেন না। আমরা সম্পূর্ণ ‘পারিবারিক কারণে’, পারিবারিকভাবে, পারিবারিক সম্মতিতেই বিয়ের মতো ইনষ্টিটিউশন থেকে বের হয়ে এসেছি।

আমাদের কখনও ভালবাসা কিংবা বিশ্বাসের অভাব ছিল না, হবেও না।

আর আমার প্রিয় সাংবাদিক ভাই-বোনদের উদ্দেশ্যে একটাই অনুরোধ, দয়া করে একটু মানবিকতার সাথে বিষয়টা দেখবেন! প্লিজ! 

দুজন মানুষের বিবাহ্ বিচ্ছেদ মানে, দুইটা পরিবারের বিচ্ছেদ, অনেক স্মৃতির বিচ্ছেদ! অনেক ভালো সময়ের সাথে বিচ্ছেদ এইটা কারও জন্য সুখকর অনুভূতি না! দয়া করে মুখরোচক অদ্ভুত সংবাদ প্রকাশ করে আমাদের আর বিব্রত করবেন না! আমরা একে অন্যের উপর সম্পূর্ণ সম্মান বজায় রাখতে চাই! 
ধন্যবাদ !
অপু-ফারিয়া