অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

শনিবার বিকেলে সুখবর পেলো ‘শনিবার বিকেল’

এন্টারটেইনমেন্ট ডেস্ক

প্রকাশিত: ০৩:৩৮ পিএম, ২১ জানুয়ারি ২০২৩ শনিবার  

বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে আটকে থাকা বহুল আলোচিত মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’ ছবিটি প্রেক্ষাগৃহে প্রদর্শনে এখন আর কোনো বাধা নেই। শনিবার (২১ জানুয়ারি) দুপুরে সাংবাদিক ও আপিল বোর্ড সদস্য শ্যামল দত্ত গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

আজ শনিবার নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’ ছবিটি নিয়ে আপিল বোর্ডের শুনানি হয়। আপিল কমিটির সদস্যরা সিনেমার নির্মাতা–প্রযোজকের বক্তব্য শোনেন। এরপর সিনেমাটি নিয়ে মতামত দেন, ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তিতে কোনো বাঁধা নেই। 

মন্ত্রিপরিষদ সচিবকে সভাপতি ও সেন্সর বোর্ডের চেয়ারম্যানকে আহ্বায়ক করে গঠিত সাত সদস্যের সেন্সর আপিল কমিটিতে সংসদ সদস্য ও বিশিষ্ট অভিনয়শিল্পী সুবর্ণা মুস্তাফা, সাবেক অতিরিক্ত সচিব নূরুল করিম, অভিনেত্রী সুচরিতা ও সাংবাদিক শ্যামল দত্ত সদস্য হিসেবে এবং সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান সদস্যসচিব হিসেবে ছিলেন।