অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, মানিকগঞ্জ

প্রকাশিত: ০৯:৫৮ এএম, ১২ জানুয়ারি ২০২৩ বৃহস্পতিবার  

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজির হাট নৌ-পথের ফেরি চলাচল বন্ধ রয়েছে। সে কারণে ঘাট এলাকা শতাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। এতে প্রচণ্ড শীতে যাত্রী ও চালকেরা ঘাট এলাকায় চরম দুর্ভোগে রয়েছেন। এছাড়াও পটুরিয়া-দৌলতদিয়া প্রান্তের মাঝ পদ্মায় যাত্রী-চালক ও যানবাহন নিয়ে আটকে রয়েছে ২ ফেরি।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ভোর সাড়ে ৫টায় পাটুরিয়া-দৌলতাদিয়া ঘাটের ফেরি ও পৌনে ৪টার দিকে আরিচা-কাজিরহাট নৌ-পথের ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের সহকারী ব্যবস্থাপক মো. খালেদ নেওয়াজ।

তিনি জানান, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়াতে নৌ-পথের মার্কিং বাতি অস্পষ্ট হয়ে যায়। সে কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে কুয়াশা কেটে গেলে ছোট বড় ১৬ ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হবে।

তিনি আরও জানান, মাঝ পদ্মায় খানজাহান আলী ও মখদুম নামের ফেরি দুইটি কুয়াশার ঘনত্ব কেটে গেলে ঘাটে এসে নোঙর করবে।