অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আইটিএফ অনুর্ধ্ব-১৪ চ্যাম্পিয়নশীপ শুরু কাল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৯:৪৩ পিএম, ৬ জানুয়ারি ২০২৩ শুক্রবার  

বাংলাদেশ টেনিস ফেডারেশনের  আয়োজনে শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সে  আগামীকাল  শুরু হচ্ছে  আইটিএফ এশিয়া অনূর্ধ্ব-১৪ ডেভেলপমেন্ট চ্যাম্পিয়নশীপ। প্রতিযোগিতা উপলক্ষে আজ শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সে  সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিভিন্ন  তথ্য উপস্থাপন করেনন  সাধারণ সম্পাদক  আবু সাঈদ মোহাম্মদ হায়দার। 

এ সময় অন্যান্যের মধ্যে  আরো  উপস্থিত ছিলেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহ-সভাপতি  মো: মোতাহার হোসেন সাজু, টুর্নামেন্ট ডিরেক্টর নেয়াজ আহমেদ।

প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশ, ভূটান, চাইনিজ তাইপে, কম্বোডিয়া, লাও, মায়ানমার, মঙ্গোলিয়া, নেপাল, মালদ্বীপ ও পাকিস্তানসহ ১০টি  দল অংশগ্রহণ করছে।  প্রতিটি দেশ হতে ২ জন বালক, ২ জন বালিকা ও ১ জন কোচ অংশগ্রহণ করার কথা থাকলেও পাকিস্তান, কম্বোডিয়া ও লাও টেনিস এসোসিয়েশন হতে শুধু মাত্র বালক খেলোয়াড় অংশগ্রহণ করছে। 

এছাড়াও আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের ডেভলপমেন্ট অফিসার জনাথন স্টাবস (গ্রেট বৃটেন) প্রতিযোগিতা উপলক্ষে বাংলাদেশ ভ্রমণ করবেন।  এন্টন কিসতু সোজা (ভারত) প্রতিযোগিতার রেফারী হিসেবে দায়িত্ব পালন করবেন।