অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ফিফা র‌্যাকিংয়ে ৩ ধাপ এগিয়েছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১২:২২ এএম, ২৮ নভেম্বর ২০২০ শনিবার   আপডেট: ০১:০৫ এএম, ২৮ নভেম্বর ২০২০ শনিবার

নেপালের বিরুদ্ধে ম্যাচে বাংলাদেশ ফুটবল দল

নেপালের বিরুদ্ধে ম্যাচে বাংলাদেশ ফুটবল দল

নেপালের বিপক্ষে সাম্প্রতিক দুই ম্যাচের প্রীতি ফুটবল সিরিজ জিতে নিয়ে বাংলাদেশ ফিফার র‌্যাকিংয়ে তিন ধাপ এগিয়ে বিশ্বে ১৮১তম হয়েছে। শুক্রবার ফিফা এই র‌্যাংক প্রকাশ করে। 

গত ১৩ নভেম্বর নেপালকে একটি ম্যাচে ২-০ গোলে হারায় বাংলাদেশ। এর তিন দিন পর অপর ম্যাচটি ছিলো গোল শূন্য ড্র। এর মাধ্যমে সিরিজ জয় করে ৬ পয়েন্ট জিতে নেয় বাংলাদেশ যাতে ফুটবল ট্যালিতে বাংলাদেশের মোট পয়েন্ট ৯২০ এ পৌঁছায়। 

র‌্যাকিংয়ে উপমহাদেশের মধ্যে ভারত ১০৪ তম অবস্থান নিয়ে সবচেয়ে এগিয়ে রয়েছে। আফগানিস্তান, মালদ্বীপ ও নেপাল রয়েছে যথাক্রমে ১৫০তম, ১৫৫তম ও ১৭১তম অবস্থানে।  

ভুটান, পাকিস্তান ও শ্রীলঙ্কা রয়েছে ১৮৯তম, ২০০তম ও ২০৬তম র‌্যাকিংয়ে। 

বর্তমানে বিশ্বের সেরা ফুটবলের দেশ বেলজিয়াম। দ্বিতীয় ফ্রান্স ও তৃতীয় ব্রাজিল। দক্ষিণ আমেরিকার অপর টপ ফেবারিট দেশ আর্জেন্টিনা এক ধাপ এগিয়ে বর্তমানে ৭ম অব্স্থানে রয়েছে।