অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বনানী কবরস্থানে চিরশয্যায় আলী যাকের

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৬:০৫ পিএম, ২৭ নভেম্বর ২০২০ শুক্রবার  

রাজধানীর বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন দেশের অগ্রগণ্য অভিনেতা-নির্দেশক আলী যাকের। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে তার দাফন সম্পন্ন হয়।  

এর আগে শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ নেওয়া হয় রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে। তিনি এই জাদুঘরের অন্যতম প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি ছিলেন। সেখানে গার্ড অফ অনার প্রদান করা হয় এই বীর মুক্তিযোদ্ধা শব্দসৈনিককে। এসময় দেশের শিল্প-সাংস্কৃতি ও নাট্যাঙ্গনের বিশিষ্টজনরা আলী যাকেরকে শেষ শ্রদ্ধা জানান।

এরপর তার মরদেহ নেওয়া হয় তার দীর্ঘদিনের কর্মস্থল দেশের অন্যতম শীর্ষ বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিকে। সেখানে সহকর্মী-অনুরাগীরা তাকে শ্রদ্ধা জানান।

সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় বনানী কবরস্থানে।  

শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৬টা ৪০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দেশের বিশিষ্ট অভিনেতা আলী যাকের। ক্যান্সার ও হৃদরোগের কারণে হাসপাতালে ভর্তি করা হলেও তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন। 

আলী যাকের বেশ কয়েক বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন। নিয়মিত থেরাপিও চলছিল তার। গত সপ্তাহে শারীরিক সমস্যা হঠাৎ বেড়ে যাওয়ায় জরুরি ভিত্তিতে তাকে হাসপাতালে নেওয়া হয়। 
এরপর চিকিৎসকদের পরামর্শে তাকে সিসিইউতে নেওয়া হয়। পরে কিছুটা সুস্থ হলে গত শনিবার বাসায়ও ফিরে আসেন আলী যাকের। কিন্তু রবিবার আবার ভর্তি করা হয় হাসপাতালে।