অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ১০৬ রোগী

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৭:৪৮ পিএম, ২৬ ডিসেম্বর ২০২২ সোমবার  

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু বেড়ে দাঁড়ালো ২৭৮ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ১০৬ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৪৭ জনে।

সোমবার (২৬ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১০৬ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৪৩ জন এবং ঢাকার বাইরের ৬৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরে ১ জানুয়ারি থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট ৬২ হাজার ১২৭ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৯ হাজার ৯৯ জন এবং ঢাকার বাইরের ২৩ হাজার ২৮ জন।

অন্যদিকে, ডেঙ্গু আক্রান্ত ৬২ হাজার ১২৭ জনের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬১ হাজার ৪০২ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৮ হাজার ৬৮৫ জন এবং ঢাকার বাইরের ২২ হাজার ৭১৭ জন।

এবছর ২১ জুন ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর পাওয়া যায়। ২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ এ সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। ওই বছর দেশব্যাপী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়।