অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বোর্ডকে চ্যালেঞ্জ করে চট্টগ্রামে ফেল থেকে পাস ৪৫ শিক্ষার্থী

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৭:০১ পিএম, ২৪ ডিসেম্বর ২০২২ শনিবার  

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় আগে ফেল করলেও পুনর্নিরীক্ষণে পাস করেছে ৪৫ শিক্ষার্থী। শনিবার (২৪ ডিসেম্বর) সকালে প্রকাশিত ফলাফলে ২৪ শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়ে জিপিএ-৫ হয়।

শিক্ষাবোর্ড জানায়, বোর্ডের আওতাধীন মোট ১৪ হাজার ৫২৫ শিক্ষার্থী তাদের ২৮ হাজার ৬০৭টি উত্তরপত্র পুনর্নিরীক্ষার আবেদন করে। এতে ৪৯৩ শিক্ষার্থীর ৪৯৮টি উত্তরপত্রের ফলাফল পরিবর্তন হয়। ফলাফলে মোট জিপিএ পরিবর্তন হয়েছে ১৮২ শিক্ষার্থীর। তবে ফলাফলে নম্বর বাড়লেও জিপি বাড়েনি ২৫৫ জনের।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ বলেন, শনিবার সকালে প্রকাশিত ফলাফলে আগে ফেল করলে পরে পাস করেছে ৪৫ শিক্ষার্থী। তবে ফেল করা ৬ শিক্ষার্থীর নম্বর বাড়লেও তারা পাস করতে পারেনি।

এর আগে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২০২১ সালে পুনর্নিরীক্ষণে ২১২ এবং ২০২০ সালে ৬০৯ শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছিল।

জানা গেছে, গত ২৮ নভেম্বর সারা দেশে একযোগে এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। এতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ১ লাখ ৪৮ হাজার ৫৪০ শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে পাস করে ১ লাখ ৩০ হাজার ১৩ পরীক্ষার্থী। এছাড়া ১৮ হাজার ৬৬৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পায়।