অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ফাইনাল দেখতে কাতার যাওয়া হচ্ছে না পগবার

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৮:১৪ পিএম, ১৭ ডিসেম্বর ২০২২ শনিবার  

ইনজুরির কারণে ফ্রান্সের বিশ্বকাপ দল থেকে ছিটকে পড়েছিলেন মিডফিল্ডার পল পগবা। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের ফাইনালে গোল করে ফ্রান্স শিরোপা এনে দিয়েছিলেন তিনি। চার বছর পর আবারও বিশ্বকাপের ফাইনালে ফ্রান্স। আর তাই গ্যালারিতে বসে দেখতে চেয়েছিলেন আর্জেন্টিনা-ফ্রান্সের মধ্যকার ফাইনাল। ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সরাসরি বলেছেন, ইনজুরির কারণে যে সব ফুটবলার খেলতে পারেননি, তাদেরকে যেন আনা হয় বিশ্বকাপের ফাইনাল দেখার জন্য।

তবে পগবার ফাইনাল দেখায় বাঁধা হয়ে দাঁড়ালো তার ক্লাব জুভেন্টাস। পগবাকে বিমান ভ্রমণে অনুমতি দেয়নি জুভেন্টাস। ডান হাঁটুর ইনজুরি থেকে সেরে না উঠতেই আবারও মাসেল ইনজুরিতে পড়েছেন পগবা। জুভেন্টাসের পক্ষ থেকে জানিয়ে দেয়া হয়েছে, পল পগবাকে ইনজুরি থেকে মুক্ত না হওয়া পর্যন্ত কোথাও বিমান ভ্রমণের অনুমতি দেয়া হবে না। আর তাই গ্যালারিতে বসে বিশ্বকাপ ফাইনাল দেখা হচ্ছে না বিশ্বকাপ জয়ী এই ফুটবলারের।

ইনজুরির কারণে এবারের বিশ্বকাপ দলে পগবা ছাড়াও নেই বেশ কয়েকজন ফুটবলার। এনগোলা কন্তে, প্রেসনেল কিম্পেম্বেসহ প্রায় ৭-৮ ফুটবলার নেই এই বিশ্বকাপ দলে।