অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বিশ্বকাপের ফাইনালই হতে পারে মেসির শেষ বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১১:২১ পিএম, ১৫ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার  

২০২২  আসরই  হবে আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসির শেষ বিশ্ব কাপ ম্যাচ। গণমাধ্যমের রিপোর্টে একথা বলা হয়েছে। গত বুধবার চলতি বিশ্ব কাপের প্রথম সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। ম্যাচে পেনাল্টি থেকে একটি গোল করেছিলেন সাত বারের ব্যালন ডি’অঁর খেতাব জয়ী আর্জেন্টাইন সুপার স্টার। ম্যাচের তৃতীয় গোলটিও বানিয়ে দিয়েছিলেন তিনি।

টুর্নামেন্টে এ পর্যন্ত পাঁচ গোল করেছেন মেসি। এর মাধ্যমে আর্জেন্টিনার হয়ে বিশ^কাপে সর্বোচ্চ গোলদাতার আসনটিও দখল করেন তিনি। এই নিয়ে ৩৫ বছর বয়সি মেসির খাতায় জমা পড়েছে বিশ্বকাপের ১১টি গোল।

আর্জেন্টিনার একটি মিডিয়া আউটলেটকে মেসি বলেন,‘ফাইনাল খেলে বিশ্বকাপের যাত্রা শেষ করতে পেরে আমি খুশি। পরের আসরটি অনুষ্ঠিত হবে বেশ কয়েক বছর পর । সেখানে খেলতে পারব কিনা আমি জানি না। সুতরাং এমন অবস্থানে থেকে বিদায় নিতে পারাটাই হবে সেরা।’

ক্রোয়েশিয়ার বিপক্ষে (সেমিফাইনালে) জয়লাভের পর মেসি সতীর্থদের বলেছিলেন ‘এই মুহুর্তটিকে’ উপভোগ কর। ওই সময় মেসি বলেন,‘ আরো একবার বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। এটিকে উপভোগ কর।’