অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে: ডিবি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০১:০৬ পিএম, ৯ ডিসেম্বর ২০২২ শুক্রবার  

ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশীদ জানিয়েছেন, বিএনপি মহাসচিব মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শুক্রবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

হারুন অর রশিদ বলেন, গত ৭ ডিসেম্বর নয়াপল্টনে প্রায় অর্ধশতাধিক পুলিশ আহতের ঘটনা ও ১০ ডিসেম্বরের সমাবেশ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাদের ডিবি কার্যালয়ে আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখন পর্যন্ত তাদের আটক বা গ্রেফতার করা হয়নি। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মির্জা আব্বাসকে পুলিশ আটক করে বলে জানান বিএনপির প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, গোয়েন্দা পুলিশের সদস্যরা দলের শীর্ষস্থানীয় এই দুই নেতাকে তাদের বাসা থেকে আটক করে নিয়ে গেছেন।