অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

তুরস্কে ৫ বিলিয়ন ডলার জমা রাখবে সৌদি আরব 

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ১২:৩১ পিএম, ৯ ডিসেম্বর ২০২২ শুক্রবার   আপডেট: ১২:৩২ পিএম, ৯ ডিসেম্বর ২০২২ শুক্রবার

আগামী কয়েক দিনের মধ্যে সৌদি আরব তুরস্কের কেন্দ্রীয় ব্যাংকে ৫ বিলিয়ন ডলার জমা করবে। বুধবার (৭ ডিসেম্বর) সৌদি আরবের অর্থমন্ত্রী মোহাম্মদ আল-জাদানের বরাত দিয়ে এ তথ্য জানায় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। 

সাংবাদিকদের সৌদি অর্থমন্ত্রী জানান, এটা শীঘ্রই ঘটবে। সৌদি আরব ও তুরস্কের মধ্যে এই সিদ্ধান্ত হয়েছে। বিস্তারিত আলোচনা ও আমানত জমা আগামী কয়েক দিনের মধ্যে সঞ্চালিত হবে।

তিনি বলেন, 'তুরস্কের সঙ্গে আমাদের সম্পর্কের ক্ষেত্রে এটি একটি বড় পদক্ষেপ। আমরা তুরস্ক ও অন্যান্য দেশে বিনিয়োগ করতে আগ্রহী।

সৌদি আরবের অর্থ মন্ত্রণালয়ের এক মুখপাত্র এর আগে জানিয়েছিলেন, দুই দেশ আমানত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কাছাকাছি আছে।

২০১৮ সালে তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার পর সৌদি-তুর্কি সম্পর্ক টানাপোড়েন পড়েছিল। সম্প্রতি দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে আলোচনা শুরু হয়েছে।