অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বাংলাদেশিদের নিয়ে কটূক্তি করে ক্ষমা চাইলেন পরেশ রাওয়াল

এন্টারটেইনমেন্ট ডেস্ক

প্রকাশিত: ০৩:০৮ পিএম, ২ ডিসেম্বর ২০২২ শুক্রবার  

বাংলাদেশি ও বাঙালিদের নিয়ে কটূক্তি করে তোপের মুখে পড়েছেন বলিউড অভিনেতা পরেশ রাওয়াল। দায় এড়াতে ক্ষমা চাইতে হয়েছে তাকে। তবে এর সঙ্গে নিজের বক্তব্যের ব্যাখ্যাও দিয়েছেন তিনি।

গুজরাটের বিধানসভা নির্বাচন সামনে রেখে গত মঙ্গলবার রাজ্যটিতে এক জনসভায় অংশ নিয়েছিলেন বিজেপি নেতা পরেশ রাওয়াল। সেখানে পরেশ বলেন, গ্যাস সিলিন্ডারের দাম এখন অনেক বেশি, তবে তা কমে আসবে। মানুষের কর্মসংস্থানও হবে। তবে রোহিঙ্গা অভিবাসী ও বাংলাদেশিরা যদি দিল্লির মতো আপনার আশপাশেও থাকতে শুরু করে, তাহলে কী হবে? গ্যাস সিলিন্ডার দিয়ে কী করবেন? বাঙালিদের জন্য মাছ রান্না করবেন?

এই অভিনেতা বলেন, গুজরাটের মানুষ মূল্যস্ফীতি সহ্য করতে পারে। কিন্তু তারা (রোহিঙ্গা ও বাংলাদেশি) নয়... তারা যেভাবে গালিগালাজ করে। তাদের তো মুখে ডায়াপার পরা দরকার।

পরেশ রাওয়ালের এমন মন্তব্যকে তার বাংলাদেশি ও রোহিঙ্গা-বিদ্বেষের নমুনা বলে বর্ণনা করেছেন অনেকে। এ নিয়ে সমালোচনার ঝড় বয়ে যায়। শেষ পর্যন্ত তীব্র সমালোচনার মুখে শুক্রবার সকালে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে ক্ষমা চেয়েছেন পরেশ রাওয়াল। দাবি করেছেন, তিনি ওই দিনের বক্তব্যে ‘অবৈধ বাংলাদেশি’ অভিবাসীদের বোঝাতে চেয়েছিলেন।

টুইটে তিনি বলেন, অবশ্যই মাছ কোনো সমস্যা নয়। কারণ, গুজরাটিরা মাছ রান্না করে ও খায়। আমি বাঙালি বলে বোঝাতে চেয়েছি অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গা। কিন্তু তারপরও যদি আমি আপনাদের অনুভূতিতে আঘাত দিয়ে থাকি তার জন্য দুঃখিত।