অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয় ভারত: হাইকমিশনার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৩:৪৬ পিএম, ৩০ নভেম্বর ২০২২ বুধবার  

প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে বাংলাদেশকে ভারত সর্বোচ্চ অগ্রাধিকার দেয় বলে জানিয়েছেন ঢাকায় নবনিযুক্ত দেশটির হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। তিনি বলেন, ‘প্রতিবেশী দেশগুলোর জন্য ভারতের একটি নীতি রয়েছে। এক্ষেত্রে বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়। যেকোনো বিষয়ে সবচেয়ে বেশি অগ্রাধিকার পায় বাংলাদেশ।’

বুধবার (৩০ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎকালে প্রণয় ভার্মা এসব কথা বলেন।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন সাংবাদিকদের এ ব্যাপারে ব্রিফ করেন।

উপ-প্রেস সচিব জানান, বাংলাদেশকে ভারতের খুব ভালো বন্ধু উল্লেখ করে হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, এই অঞ্চলে সন্ত্রাস দমনে বাংলাদেশ ও ভারত একসঙ্গে কাজ করবে।

বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ কখনোই সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয়নি। সন্ত্রাসের কোনো ধর্ম ও সীমানা নেই।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারত আলোচনার মাধ্যমে তিস্তা নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত সব সমস্যার সমাধান করতে পারে। তিনি ভারতীয় ব্যবসায়ীদের বাংলাদেশের ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান জানান।

এ সময় প্রণয় ভার্মা বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য ও যোগাযোগ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

বৈঠকে শেখ হাসিনা এবং ভার্মা উভয়ই দুই প্রতিবেশী দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক সহজতর করার জন্য ব্যাপক অর্থনৈতিক অংশীদারি চুক্তি (সিইপিএ) নিয়েও আলোচনা করেন।

নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশনারি লিডারশিপের প্রশংসা করেন।

ভারতীয় হাইকমিশনার গভীর শ্রদ্ধায় বঙ্গবন্ধুকে স্মরণ করে বলেন, বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন ছিল সেটা সত্যিই খুব অনুসরণীয়।

এ সময় শেখ হাসিনা বলেন, আমার বাবা জনগণের জন্য তার জীবন উৎসর্গ করেছেন। তার পদাঙ্ক অনুসরণ করে আমিও জনগণের জন্য রাজনীতি করি।

প্রণয় কুমার ভার্মা গত সেপ্টেম্বরে হাইকমিশনার হিসেবে ঢাকায় আসেন। এটাই প্রধানমন্ত্রীর সঙ্গে তার প্রথম সাক্ষাৎ। বিক্রম কুমার দোরাইস্বামীর স্থলাভিষিক্ত হন প্রণয় কুমার ভার্মা।