অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বিবিসি সাংবাদিককে গ্রেফতার করায় চীনা রাষ্ট্রদূতকে তলব যুক্তরাজ্যের

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ১১:১৭ পিএম, ২৯ নভেম্বর ২০২২ মঙ্গলবার   আপডেট: ১১:১৭ পিএম, ২৯ নভেম্বর ২০২২ মঙ্গলবার

কোভিডের প্রতিবাদের সংবাদ সংগ্রহকারী বিবিসি সাংবাদিককে গ্রেফতার ও নির্যাতনের কারণে ব্রিটেন মঙ্গলবার লন্ডনে চীনা রাষ্ট্রদূতকে তলব করে তীব্র নিন্দা জানিয়েছে। সাংহাইয়ে এড লরেন্সের সাথে জড়িত ঘটনার পর ঝেং জেগুয়াংকে পররাষ্ট্র দপ্তরে ডাকা হয়। ঘটনাটিকে পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লিভারলি ‘গভীর উদ্বেগজনক’ বলে অভিহিত করেন।

ঝেংকে তলব করা হয়েছে নিশ্চিত করে ক্লিভারলি রোমানিয়ায় ন্যাটোর একটি বৈঠকে সাংবাদিকদের বলেন, ‘এটি গুরুত্বপূর্ণ যে আমরা মিডিয়ার স্বাধীনতা রক্ষা করি।’  পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি যুক্তরাজ্যের জন্য অত্যন্ত উদ্বেগজনক। তিনি বলেন, সাংবাদিকরা কোনো রকম হুমকির ভয় ছাড়াই তাদের কাজ চালিয়ে যেতে সক্ষম।
কোভিড বিধিনিষেধের বিরুদ্ধে এক প্রতিবাদের চিত্রগ্রহণের সময় রোববার গভীর রাতে পুলিশ লরেন্সকে গ্রেফতারের ঘটনাটি ছিল সাম্প্রতিক দিনগুলিতে চীনকে কাঁপানো অনেকগুলি ঘটনার একটি।

বিবিসি জানিয়েছে, মুক্তি পাওয়ার কয়েক ঘণ্টা আগে পুলিশ তাকে লাঞ্ছিত করেছে।