অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

রংপুরে বিএনপির দুই শতাধিক নেতা-কর্মীর নামে মামলা

অপরাজেয় বাংলা ডেস্ক

প্রকাশিত: ১০:৫৫ পিএম, ২৩ নভেম্বর ২০২২ বুধবার  

রংপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপি নেতা-কর্মীদের নামে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু সহ দুই শতাধিক অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (২২ নভেম্বর) রাতে এসআই রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। মেট্রোপলিটন কোতয়ালি থানার ওসি (তদন্ত) হোসেন আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার ছাত্রদল নেতা নয়ন হত্যার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল বের করে বিএনপির নেতা-কর্মীরা। এতে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় তিন জন পুলিশ সদস্যসহ বিএনপির ২৫ নেতা-কর্মী আহত হন।

রংপুর মেট্রোপলিটন কোতয়ালি থানার ওসি (তদন্ত) হোসেন আলী বলেন, পুলিশের কাজে বাধা ও ভাঙচুরের ঘটনায় মামলা করা হয়েছে। আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।