অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ধর্ষণ মামলায় বরখাস্ত উপসচিব এবার বাধ্যতামূলক অবসরে

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৩:০১ পিএম, ২৩ নভেম্বর ২০২২ বুধবার  

ধর্ষণ মামলায় সাময়িকভাবে বরখাস্ত হওয়া উপ-সচিব এ কে এম রেজাউল করিম রতনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

গত সোমবার (২১ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হলেও বিষয়টি বুধবার জানা গেছে। প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সচিব মেজবাহ উদ্দিন চৌধুরী।

উপ-সচিব রেজাউল রতন শিক্ষা ক্যাডারের ১৪ ব্যাচের কর্মকর্তা হিসেবে সরকারি চাকরি শুরু করেছিলেন।

জানা গেছে, অবসরে পাঠানো রেজাউল করিম এর আগে ধর্ষণ মামলার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন। এবার বিভাগীয় মামলায় দোষী প্রমাণিত হওয়ায় চাকরি হারালেন তিনি।

যদিও জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিভাগীয় মামলায় ‘অসদাচরণের’ অভিযোগে এ উপ-সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর কারণ দেখানো হয়েছে।

জাতীয় গ্রন্থকেন্দ্র সূত্রে জানা যায়, রেজাউল করিম গ্রন্থকেন্দ্র থেকে ২০১৯ সালে সাময়িক বরখাস্ত হন। তার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা হয়েছিল। ২০১৯ সালের ১২ অক্টোবর ঢাকার হাজারীবাগ এলাকা থেকে রেজাউলকে গ্রেফতারও করেছিল হাজারীবাগ থানা পুলিশ।

রেজাউল করিম রতন মোহাম্মদপুর সরকারি কলেজের অধ্যক্ষ ছিলেন। এরপর তিনি উপসচিব হয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্ত জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছিলেন।