অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সলোমন দ্বীপপুঞ্জে প্রচন্ড ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ১২:১৪ পিএম, ২২ নভেম্বর ২০২২ মঙ্গলবার  

সলোমন দ্বীপপুঞ্জে মঙ্গলবার প্রচন্ড ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল সাত দশমিক শূন্য। প্রত্যক্ষদর্শীরা বলছেন, তীব্র কম্পনের কারণে টেলিভিশন থেকে শুরু করে অন্যান্য জিনিসপত্র মাটিতে আছড়ে পড়ে। এ এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

রাজধানীর হেরিটেজ হোটেলের অর্ভ্যত্থনাকারী জয় নিশা বলেন, এটি বড়ো ধরনের ভূমিকম্প। হোটেলের কিছু জিনিসপত্র পড়ে গেছে। সকলেই ঠিক আছে। তবে আতংকিত।

ভূমিকম্পের মূল কেন্দ্রের ৩শ’ কিলোমিটারের মধ্যে সলোমন উপকূলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।