অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

নোরা ফাতেহির অনুষ্ঠান বানচালের হুমকিদাতা কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৫:১৮ পিএম, ১৭ নভেম্বর ২০২২ বৃহস্পতিবার   আপডেট: ০৫:১৯ পিএম, ১৭ নভেম্বর ২০২২ বৃহস্পতিবার

ভারতীয় আইটেম গার্ল ও চলচ্চিত্র অভিনেত্রী নোরা ফাতেহির বাংলাদেশের অনুষ্ঠান বানচালের হুমকিদাতা মিরর গ্রুপের কর্ণধার শাহ জাহান ভূইয়া রাজুর রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রহমান ছিদ্দিকীর আদালত এই আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের তেজগাঁও জোনাল টিমের পুলিশ পরিদর্শক আমেনা খাতুন আসামিকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেন।

এদিন আসামির পক্ষে ঢাকা বারের সাধারণ সম্পাদক ফিরোজুর রহমান মন্টু রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধীতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, শাহ জাহান ভূইয়া রাজ “মিরর ম্যাগাজিন" বাংলাদেশ এর প্রকাশক ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে নিজেকে পরিচয় দেন। বাদী ইসরাত জাহান মারিয়া “গ্লোবাল এ্যাচিভার্স অ্যাওয়ার্ড” নামে একটি অনুষ্ঠানের আয়োজন করেন এবং ভারতীয় শিল্পী নোরা ফাতেহিকে আমন্ত্রন জানান। বাংলাদেশে প্রতিষ্ঠিত নারীদের আন্তর্জাতিকভাবে আরো সু-প্রতিষ্ঠিত করার লক্ষ্যে তিনি অভিনেত্রী নোরা ফাতেহিকে আমন্ত্রন জানান এবং প্রতিষ্ঠিত নারীদের অনুপ্রাণিত করার জন্য “গ্লোবাল অ্যাচিভার্স অ্যাওয়ার্ড’’ নামে একটি অনুষ্ঠানের আয়োজন করেন। 

শাহাজাহান ভূঁইয়া পূর্বে নোরা ফাতেহিকে আমন্ত্রন জানিয়ে ব্যর্থ হওয়ায় তিনি লাল নোটিশ পাঠান এবং বিভিন্ন ছলচাতুরি ও প্রতারণার আশ্রয় নিয়ে নিজে অনুষ্ঠানের আয়োজক পরিচয়ে টিকিট বিক্রি ও অ্যাওয়ার্ড প্রদানের বাহানাসহ বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে অনুষ্ঠান পন্ড করার পায়তারা করেন।