অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সানজানার আত্মহত্যা: বাবার বিরুদ্ধে প্রতিবেদন দাখিল হয়নি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০২:১২ পিএম, ১৬ নভেম্বর ২০২২ বুধবার  

রাজধানীর দক্ষিণখানে ১০তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজানার (২১) আত্মহত্যার ঘটনায় বাবা শাহীন আলমের বিরুদ্ধে করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে। আগামী ২৭ ডিসেম্বর পরবর্তী প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য করেছেন আদালত।

বুধবার (১৬ নভেম্বর ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালত প্রতিবেদন দাখিলের এ তারিখ ধার্য করেন।

এদিন মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ছিলো। কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণখান থানার সাব-ইন্সপেক্টর মোছা. রেজিয়া খাতুন প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য বিচারক নতুন করে এই তারিখ ধার্য করেন। 

জানা যায়,  গত ২৭ আগস্ট দুপুরে দক্ষিণখান মোল্লারটেক এলাকার একটি ১০তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়েন সানজানা। সন্ধ্যা ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। 

এ ঘটনায় রাতেই সানজানার মা উম্মে সালমা (মনি) বাদী হয়ে মামলা করেন। এতে ওই শিক্ষার্থীর বাবা শাহীন আলমকে আসামি করা হয়েছে। আত্মহত্যার আগে চিরকুটে ওই ছাত্রী তার বাবাকে ‘পশু ও রেপিস্ট’ বলে উল্লেখ করেন।

গত ৩১ আগস্ট ময়মনসিংহের গফরগাঁও থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়। আসামি একদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।