অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সেলিম প্রধানের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হয়নি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:৫১ পিএম, ১৪ নভেম্বর ২০২২ সোমবার  

ফাইল ছবি

ফাইল ছবি

অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিং আইনের মামলায় অনলাইন ক্যাসিনো ব্যবসায়ী সেলিম প্রধানের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হয়নি।

সোমবার (১৪ নভেম্বর) মামলাটির সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য ছিলো। তবে এদিন কোন সাক্ষী আদালতে হাজির না হওয়ায় রাষ্ট্রপক্ষ থেকে সময়ের আবেদন করা হয়। ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামানের আদালত সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ২৭ নভেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ঠিক করেন।

মামলাটিতে ৩৯ জন সাক্ষীর মধ্যে ২৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।

গত ৩১ অক্টোবর ঢাকার বিশেষ জজ আদালত- ৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামানের আদালত আসামির অব্যাহতির আবেদন নাকচ করে চার্জগঠনের আদেশ দেন।

২০১৯ সালের ২৭ অক্টোবর সেলিম প্রধানের বিরুদ্ধে মামলা করেন দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান। মামলায় তার বিরুদ্ধে ১২ কোটি ২৭ লাখ ৯৫ হাজার ৭৫৪ টাকা অবৈধভাবে অর্জনের অভিযোগ আনা হয়।

গত ১৭ জানুয়ারি মামলাটি তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করে দুদকের উপ-পরিচালক মো. গুলশান আনোয়ার প্রধান। চার্জশিটে  ৫৭ কোটি ৭৯ লাখ ২৮৮ টাকার জ্ঞাতআয় বর্হিভুত সম্পদ অর্জন এবং ২১ কোটি ৯৯ লাখ ৫১ হাজার ১৪৫ হাজার টাকা থাইল্যান্ড ও ইউএসএতে পাচারের অভিযোগ আনা হয়।

সেলিম প্রধানকে ২০১৯ সালেল ৩০ সেপ্টেম্বর দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে র‌্যাব-১। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন