অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

৬৩তম গ্র্যামি অ্যাওয়ার্ডের মনোনয়ন তালিকা প্রকাশ

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১১:৪৮ এএম, ২৫ নভেম্বর ২০২০ বুধবার   আপডেট: ১২:০০ পিএম, ২৫ নভেম্বর ২০২০ বুধবার

৬৩তম গ্র্যামি অ্যাওয়ার্ডের মনোনিতদের তালিকা প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) প্রকাশিত এই তালিকায় সর্বোচ্চ নয়টি অ্যাওয়ার্ডে মনোনয়ন পেয়েছেন ‘গ্র্যামির রানী’ বিয়ন্সে নোয়েলস। 

এছাড়া টেইলর সুইফট, ডুয়া লিপা, রডি রিচ পেয়েছেন ছয়টি পুরস্কারে মনোনয়ন। ৬৩তম গ্র্যামি অ্যাওয়ার্ড উপস্থাপন করবেন ‘দ্য ডেইলি শো’ এর উপস্থাপক ট্রেভর নোয়া। 

এই ঘোষণার পর এক বিবৃতিতে রসাত্মকভাবে নোয়া জানান, আমি সত্যিই হতাশ হয়েছি যে আমাকে সেরা পপ অ্যালবামের গায়ক হিসেবে গাইতে বলা হয়নি এমনকি মনোনয়নও দেয়া হয়নি। তবে অনুষ্ঠানের উপস্থাপক হতে পেরে আনন্দিত। উপস্থাপক হিসেবে আমিই সবচেয়ে যোগ্য। কারণ মনোনিত হলেও আমি কখনও গ্র্যামি জিততে পারিনি। তাই এবার যারা পুরস্কার পাবেন না তাদের সান্তনা দেয়ার জন্য আমিই উত্তম ব্যক্তি।

উল্লেখ্য, গ্র্যামি এ্যাওয়ার্ড আমেরিকার ন্যাশনাল আক্যাডেমি অফ রেকর্ডিং আর্টস এন্ড সাইন্সেস কর্তৃক প্রবর্তিত বার্ষিক পুরস্কার, যা সঙ্গীত শিল্পে অসাধারণ কৃতিত্ত্বের জন্য দেয়া হয়। এটি ১৯৫৮ সালে প্রবর্তিত হয়। আমেরিকার সবচেয়ে সম্মানজনক সঙ্গীত পুরস্কার হিসাবে এটাকে গণ্য করা হয়।।

২০২১ সালের ৩১ জানুয়ারি সিবিএস টেলিভিশনে স্থানীয় সময় রাত ৮টায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হবে। ৮৩টি ক্যাটাগরির মধ্যে উল্লেখযোগ্যগুলো তুলে ধরা হলো-

অ্যালবাম অব দ্য ইয়ার

চিলম্বো -জেনে আইকো
ব্ল্যাক পুমাস (ডিলাক্স এডিশন)- ব্ল্যাক পুমাস 
এভরিডে লাইফ- কোল্ডপ্লে
জেজে ভলিউম ৩- জ্যাকব কলিয়ার
ওম্যান ইন মিউজিক পিটি ৩- হাইম
ফিউচার নস্টালজিয়া- ডুয়া লিপা
হলিউডস ব্লিডিং- পোস্ট ম্যালোন
ফোকলোর- টেলর সুইফট

রেকর্ড অব দ্য ইয়ার

ব্ল্যাক প্যারেড- বিয়ন্সে
কালার্স- ব্ল্যাক পুমাস
রকস্টার- রকি রিচ
সে নো- দোজা ক্যাট
এভরিথিং আই ওয়ানটেড- বিলি আইলিশ
ডোন্ট স্টার্ট নাও- ডুয়া লিপা
সার্কেলস- পোস্ট ম্যালোন
সেভেজ- মেগান দ্য স্ট্যালিয়ন

সং অব দ্য ইয়ার

ব্ল্যাক ব্যারেড- বিয়ন্সে
দ্য বক্স- রডি রিচ
কার্ডিগান- টেইলর সুইফট
সার্কেলস- পোস্ট ম্যালোন
ডোন্ট স্টার্ট নাও- ডুয়া লিপা
এভরিথিং আই ওয়ানটেড- বিলি আইলিশ
আই কান্ট ব্রিথ- এইচ. ই. আর
ইফ দ্য ওয়াল্ড ওয়াজ এন্ডিং- জুলিয়া মিশেল

বেস্ট নিউ আর্টিস্ট

ইনগ্রিড অ্যান্ড্রেস
ফোবি ব্রিজার্স
চিকা 
নোহ সাইরাস
ডি স্মোক 
দোজা ক্যাট
কাইত্রানাদা 
মেগান থি স্ট্যালিয়ন