অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০১:৪৫ পিএম, ২ নভেম্বর ২০২২ বুধবার  

বিশ্বকাপের সুপার টুয়েলভে বাঁচা-মরার লড়াইয়ে অ্যাডিলেডে আজ মাঠে নামছে ভারত ও বাংলাদেশ। সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে দুই দলেরই আজ জয়ের বিকল্প নেই। গুরুত্বপূর্ণ লড়াইয়ে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের পর ছন্দে রয়েছে টাইগাররা। অপরদিকে দক্ষিণ আফ্রিকার সঙ্গে হারের ফলে আজকের ম্যাচটি বাঁচা-মরার লড়াই হয়ে গিয়েছে ভারতের জন্য।

টাইগার একাদশে বিশ্বকাপে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন পেসার শরিফুল ইসলাম। সৌম্য সরকারের বদলে এই বাঁহাতি বোলারকে সুযোগ দিয়েছে টাইগার টিম ম্যানেজম্যান্ট। প্রোটিয়াদের বিপক্ষে হারের পর একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে ভারত। দীপক হুডার বদলে দলে ফিরেছেন অক্ষর প্যাটেল।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি এবং আর্শদীপ সিং।  

বাংলাদেশ একাদশ: নাজমুল শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মোসাদ্দেক সৈকত, ইয়াসির রাব্বি, নুরুল হাসান সোহান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।