অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আসাদ আলম সিয়াম- এর কবিতা

প্রকাশিত: ০১:২৭ পিএম, ২ নভেম্বর ২০২২ বুধবার   আপডেট: ০১:২৮ পিএম, ২ নভেম্বর ২০২২ বুধবার

তারপর বিকেল গিয়েছে বাড়ী

তারপর, বিকেল গিয়েছে বাড়ী
রঙ্গিন তাহার স্বপ্ন গিয়েছে সাথে
দরজায় তবু কাহার মুখচ্ছবি
বিদায়ের বেলা উতকন্ঠায় দাঁড়িয়ে একা!

হেরিং এর রাস্তা গিয়েছে ঘাটে
ঘাটের ঠোঁট ছুঁয়ে সঙ্গী হয়েছে নদী
এদ্দুর গিয়ে কাহার স্মৃতিতে তবু
কাহাদের শেকড় নির্বাণ নিয়েছে শোকে

যদ্দুরে যাও, যেখানেই হারাও
এই এক টুকরো জলছবি কেবলই লেপ্টে থাকে মায়ায়।