অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

কাদেরকে বিরোধী দলীয় নেতা না করলে সংসদে যাবে না জাপা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:২১ এএম, ৩১ অক্টোবর ২০২২ সোমবার  

দলের চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরকে বিরোধী দলীয় নেতা হিসেবে গেজেট প্রকাশ না করা পর্যন্ত জাতীয় সংসদে যাবেন না জাতীয় পার্টির সংসদ সদস্যরা।

রোববার (৩০ অক্টোবর) জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খোন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বিকেলে বিরোধী দলীয় উপনেতার কার্যালয়ে এক সভায় এই সিদ্ধান্ত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। পার্টির সংসদীয় দলের সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

জাতীয় পার্টিতে ভাবি রওশন এরশাদের সঙ্গে দেবর জিএম কাদেরে বিরোধ চলছে অনেক দিন ধরেই। সম্প্রতি রওশন এরশাদ দলের কাউন্সিল ডাকায় সেই বিরোধ প্রকাশ্যে আসে। জাতীয় পার্টির সংসদ সদস্যরা সম্মিলিতভাবে রওশন এরশাদকে বাদ দিয়ে জিএম কাদেরকে বিরোধী দলীয় নেতা করতে স্পিকারকে ইতোমধ্যে চিঠি দিয়েছেন।

অধিবেশন শেষে জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নুর নেতৃত্বে দলের তিন সদস্যের প্রতিনিধি দল স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেখানেও তারা রওশন এরশাদকে বাদ দিয়ে জিএম কাদেরকে সংসদের বিরোধী দলীয় নেতা করার দাবি জানিয়েছেন।