অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

পুতিনের ঘোষণায় ইউক্রেনের ৪ অঞ্চল রাশিয়ার হচ্ছে আজ

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ১২:১৩ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার  

ইউক্রেনের যে চারটি অঞ্চল রাশিয়া দখল করেছে প্রেসিডেন্ট পুতিন আজ এক অনুষ্ঠানে সেসব অঞ্চলকে রাশিয়ার নিজস্ব ভূখণ্ড বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) এই চার ইউক্রেনেীয় ভূখণ্ডকে আনুষ্ঠানিকভাবে রাশিয়ার বলে ঘোষণা করবেন তিনি। খবর বিবিসির।

অধিকৃত চারটি অঞ্চল হচ্ছে দোনেৎস্ক, লুহানস্ক, ঝাপোরিজজিয়া ও খেরসন। পাঁচদিনের এক গণভোটের মাধ্যমে রাশিয়া এই অঞ্চলগুলো কব্জা করলো। ইউক্রেন এবং পশ্চিমা বিশ্ব এই ভোটকে জালিয়াতি বলে অভিহিত করেছে। 

পুতিন আজ জনসমক্ষে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন। মস্কোর রেড স্কোয়ারে মঞ্চ বানানো হয়েছে। ইউক্রেনের ৪ অঞ্চল রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার ঘোষণা লিখা বিলবোর্ড বসানো হয়েছে। সন্ধ্যায় রয়েছে কনসার্ট। 

পুতিনের এই আয়োজন মনে করিয়ে দিয়েছে ক্রিমিয়ার কথা। ২০১৪ সালে এভাবেই প্রহসনের ভোট করে ইউক্রেনের শহরটি দখল করেছিলো রাশিয়া। ক্রিমিয়া দখলকে এখনো স্বীকৃতি দেয়নি বিশ্ব।