অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

গুলিতে নয়, ইটের আঘাতে সাওনের মৃত্যু: পুলিশ সুপার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, মুন্সীগঞ্জ

প্রকাশিত: ০৬:৩২ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২২ বুধবার  

মাথায় আঘাতের কারণে যুবদল কর্মী শাওনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মাহফুজুর রহমান আল মামুন।

বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে মুন্সীগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সভা কক্ষে আনুষ্ঠানিক সাংবাদিক সম্মেলনে নিহত শাওনের ময়নাতদন্ত রিপোর্টের বরাত দিয়ে তিনি একথা বলেন।

এসপি মাহফুজুর রহমান বলেন, ‘ঘটনার দিন মুন্সীগঞ্জের মুক্তারপুরে দলীয় কোন্দলের কারণে নিজেদের মধ্যে সংঘর্ষে জড়ায় বিএনপি। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে বিএনপির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। বিএনপি নেতাকর্মীরা পরিকল্পিতভাবে বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে পুলিশের উপর বেপরোয়া ইটপাটকেল নিক্ষেপ করে। তাদের নিক্ষেপ করা ইটের আঘাতে যুবদল কর্মী শাওনসহ অনেকে আহত হন।’

তিনি আরও বলেন, ‘সব ধরনের ডাক্তারি চিকিৎসা, সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্তে পরিস্কার বুলেটে নয়, মাথার পেছনের দিকে গুরুতর আঘাত পাওয়ায় শাওনের মৃত্যু হয়েছে।’