অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

দুদকের মামলয় চাঁদপুরের চেয়ারম্যান সেলিম খানের আত্মসমর্পণ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০২:৪৯ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার   আপডেট: ০২:৫০ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার

দুদকের দায়ের করা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের মামলায় চাঁদপুরের বিতর্কিত ইউপি চেয়ারম্যান সেলিম খান আত্মসমর্পণ করেছেন।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. আছাদুজ্জামানের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। তবে কিছুক্ষণের মধ্যে জামিনের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

মামলার এজাহারে বলা হয়, সেলিম খান অবৈধ উপায়ে ৩৪ কোটি ৫৩ লাখ ৮১ হাজার ১১৯ টাকার সম্পদ তার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে অর্জন করে নিজ ভোগদখলে রেখেছেন। এ ছাড়া তিনি ৬৬ লাখ ৯৯ হাজার ৪৭৭ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।

মামলা দায়েরের পর গত ১৪ই সেপ্টেম্বর  সেলিম খানকে ৪ সপ্তাহের আগাম জামিন দেন  হাইকোর্ট। একইসঙ্গে চার সপ্তাহ পর তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়।

গত ১ আগস্ট দুদকের সহকারী পরিচালক আতাউর রহমান বাদী হয়ে সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন।