অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ফুটবলারদের চুরি হওয়া অর্থের চেয়ে বেশি অর্থ ফেরত দিল বাফুফে

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৭:১২ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২২ শনিবার  

সাফ নারী চ্যাম্পিয়নশিপ জেতা দুই ফুটবলার কৃষ্ণা রাণী সরকার ও শামসুন্নাহার সিনিয়রের অর্থ হারিয়েছে। তাদের সঙ্গে অর্থ ছিল আরেক ফুটবলার সানজিদারও। সাফ শিরোপা জিতে নেপাল থেকে ঢাকায় ফেরার পর তারা এই ডলার চুরির ব্যাপারটি বুঝতে পারেন। এরপর বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) থানায় জিডি ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছিল। এতে কোনো সুরাহা না হওয়ায় বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন নিজেই তিন ফুটবলারকে সেই অর্থ প্রদান করেছেন।

কৃষ্ণা রাণী সরকারের ৯০০ ডলার হারিয়েছিল। বাফুফে সভাপতি ফাইনালের জোড়া গোলদাতাকে হারানো কৃত অর্থের চেয়ে বেশি দিয়েছেন। শামসুন্নাহার সিনিয়রের হারিয়েছিল ৪০০ ডলার। তিনিও পেয়েছেন হারানোর চেয়ে দ্বিগুণ অর্থ। বাফুফে সভাপতি তাকে দিয়েছেন ১ লাখ টাকা। তারকা মিডফিল্ডার সানজিদা আক্তারের অর্থ ছিল কৃষ্ণার সঙ্গে। সেই অর্থ দিয়ে একটি আইফোন মোবাইল কিনতে চেয়েছিলেন। সানজিদা পাচ্ছেন একটি আইফোন মোবাইল।

সানজিদা-কৃষ্ণারা এখন বাফুফে ভবনে রয়েছেন। ২৮ সেপ্টেম্বর থেকে তারা ছুটিতে যাবেন। এর আগে ২৭ সেপ্টেম্বর বাংলাদেশ সেনাবাহিনী তাদের জন্য সংবর্ধনার আয়োজন করেছে।