অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

হিজাব ইস্যুতে বিক্ষুদ্ধ ইরান, নিহত ৩০

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ০৩:১৫ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার  

ঠিকমতো হিজাব না পরার অভিযোগে পুলিশি হেফাজতে ২২ বছর বয়সী মাহশা আমিনির মৃত্যুকে ঘিরে ইরানে সহিংস বিক্ষোভ চলছে। এতে দেশটির নিরাপত্তা বাহিনীর হাতে এখন পর্যন্ত অন্তত ৩১ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। নরওয়ে ভিত্তিক এক এনজিও এই তথ্য জানিয়েছে। 

এরই মধ্যে বৃহস্পতিবার (২২ সেপ্টম্বর) বিক্ষোভকারীদের হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। 

নিউ ইয়র্কে জাতিসংঘের ৭৭তম সাধারণ অধিবেশনের ফাঁকে এক সংবাদ সম্মেলনে রাইসি বলেন, বিশৃঙ্খল কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। মাহশা আমিনির মৃত্যু ঘিরে তিনি তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানান। 

ইরানের এই প্রেসিডেন্ট আরও বলেছেন, ইরানে মতপ্রকাশের স্বাধীনতা আছে, কিন্তু বিশৃঙ্খল কর্মকাণ্ড অগ্রহণযোগ্য। ২০১৯ সালের পর দেশটিতে এটিই সবচেয়ে বিক্ষোভ। এবারের বিক্ষোভে দেশটির নারীরা প্রথম সারিতে আছেন।