অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ভারতের নতুন হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা ঢাকায়

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৩০ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার  

নব নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা ঢাকা এসে পৌঁছেছেন।  তিনি বুধবার রাতে এখানে এসে পৌঁছেন। রাষ্ট্রপতি এম আব্দুল হামিদের কাছে তার পরিচয়পত্র পেশ করার পর তিনি আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব পালন করা শুরু করবেন।

ভার্মা এর আগে ভিয়েতনামে ভারতের হাইকমিশনার ছিলেন। এ ছাড়া, কূটনৈতিক জীবনে তিনি হংকং, সানফ্রন্সসিসকো, বেজিং, কাঠমান্ডু ও ওয়াশিংটনে ভারতীয় মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

ভার্মা ১৯৯৪ সালে ভারতের ফরেন সাভির্সে যোগ দেন। তিনি নয়াদিল্লীতে ভারতের বিদেশ মন্ত্রনালয়ে পূর্ব এশিয়া বিভাগে যুগ্ম সচিব পদে দায়িত্ব পালন করেন। ভার্মা একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এবং পারমাণবিক শক্তি অধিদফতরে বৈদেশিক সম্পর্ক বিষয়ক যুগ্ম সচিব পদেও তিনি দায়িত্ব পালন করেন।