অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

কুষ্টিয়ায় হত্যা মামলায় ৫ ভাইয়ের যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৬:৫১ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার  

কুষ্টিয়ার দৌলতপুরে ধানক্ষেতে পানি দেওয়া নিয়ে বিরোধে ওয়াজেদ আলী নামে একজনকে হত্যার দায়ে পাঁচ ভাইয়ের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মো. তাজুল ইসলাম এই রায় ঘোষণা করেন।

রায়ের সময় দণ্ডপ্রাপ্ত চার আসামি আদালতে উপস্থিত ছিলেন। হান্নান মন্ডল নামে একজন পলাতক। রায় ঘোষণার পর তাদের জেলা কারাগারে পাঠানো হয়।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শশীধরপুর গ্রামের মৃত বকস মন্ডলের ছেলে গোলাম মোস্তফা (৭০), জানবার আলী (৬৭) আব্দুল মান্নান মন্ডল (৬৪), হান্নান মন্ডল (৬০) ও আলাউদ্দিন (৫৫)। তাদের মধ্যে হান্নান পলাতক আছেন।

কুষ্টিয়া জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী এসব বিষয় নিশ্চিত করেছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণ ও এজাহার সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১৪ মার্চ দিবাগত রাতে ধানক্ষেতে পানি দেওয়া নিয়ে ওয়াজেদ আলী নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়।

ঘটনার দিনই নিহতের ছেলে বাদী হয়ে দণ্ডপ্রাপ্ত পাঁচ ভাইকে আসামি করে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা করেন।

তদন্ত শেষে ২০১৬ সালের ১ জানুয়ারি তদন্তকারী কর্মকর্তা এস আই ফয়সাল হোসেন আদালতে প্রতিবেদন দাখিল করেন। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রায়ের জন্য আজকের দিন ধার্য করেন।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী জানান, দোষ প্রমাণিত হওয়ায় আদালত আপন পাঁচ ভাইকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও জরিমানার আদেশ দিয়েছেন।