অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

‘বাউল গানে বঙ্গবন্ধু’

এন্টারটেইনমেন্ট ডেস্ক

প্রকাশিত: ০৯:৩১ পিএম, ১৬ আগস্ট ২০২২ মঙ্গলবার  

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে বাউল গানে বঙ্গবন্ধু শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে।

জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে আজ বেলা ১১টায় শুরু হয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলে। অনুষ্ঠানে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের গানে-গানে স্মরণ করেন স্থানীয় বাউল শিল্পীরা।

দিনব্যাপী এ অনুষ্ঠানে জেলার প্রখ্যাত শিল্পী বাউল কামাল পাশা (কামাল উদ্দিন), গীতিকার মক্রম আলী শাহ ও প্রবাসী দেলোয়ার হোসেনসহ ২০ জন গীতিকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে লেখা বাউল গান পরিবেশন করেন বাউল শিল্পীরা।