অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

গার্ডার দুর্ঘটনায় ৫ জন নিহত; প্রতিবেদন ২২ সেপ্টেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৫:৪১ পিএম, ১৬ আগস্ট ২০২২ মঙ্গলবার  

উত্তরায় বিআরটি প্রকল্পের ফ্লাইওভারের গার্ডার চাপায় প্রাইভেট কারে থাকা শিশুসহ পাঁচ জন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় আগামী ২২ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৬ আগস্ট) মামলার এজাহার আদালতে আসে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত তা গ্রহণ করেন। এরপর উত্তরা পশ্চিম থানার ইন্সপেক্টর মোহাম্মদ ইয়াসীন গাজীকে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।

জানা যায়, গত ১৫ আগস্ট বিকেলে রাজধানীর উত্তরার জসিমউদ্দীন রোডে র‍্যাপিড ট্রানজিট সিস্টেম’র (বিআরটি) প্রকল্পের ফ্লাইওভারের গার্ডার চাপায় প্রাইভেট কারে থাকা শিশুসহ ৫ যাত্রী নিহত হন।এরা হলেন- মো. রুবেল (৫০), ঝর্ণা (২৮), জান্নাত (৬), জাকিয়া (২) এবং ফাইজ। তবে ভাগ্যক্রম। বেঁচে যান নববিবাহিত দম্পতি হৃদয় ও রিয়া।

ওই দিবাগত রাতেই নিহত ফাহিমা আক্তার ও ঝর্না আক্তারের ভাই আফরান মণ্ডল বাবু উত্তরা পশ্চিম থানায় মামলা করেন।